Dr. Neem on Daraz
Victory Day

কে হবেন দেবীগঞ্জের প্রথম পৌর পিতা?


আগামী নিউজ | শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ১০:১২ পিএম
কে হবেন দেবীগঞ্জের প্রথম পৌর পিতা?

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ঃ আর মাত্র ৫ দিন পরেই দেবীগঞ্জ  পৌরসভা নির্বাচন। এ নিয়ে শহর জুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা, কে হবেন এই পৌর পিতা? প্রথম  এই পৌরসভা নির্বাচনে ৯ জন প্রার্থী মেয়র পদের জন্য লড়ছেন।

এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী , সতন্ত্র প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর নেওয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আখতার হোসেন নিউটন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ এস এম মোফাখখারুল আলম বাবু(বিএনপি বাবু) এবং পৌর যুবদলের আহ্বায়ক সরকার ফরিদুলইসলাম, এছাড়াও অপর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দৈনিক যুগান্তরেরসহ-সম্পাদক জাকারিয়া ইবনে ইউসুফ, সমাজ সেবক মাসুদ পারভেজ। এছাড়াও কাউন্সিলর পদে ৬৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১১ই এপ্রিল এই পৌর সভার ৯টি কেন্দ্রের প্রত্যেকটিতেই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহনের কথা থাকলে ও করোনা পরিস্থিতির কারণে তাস্থগিত হয়।এরপরে গত ১০ই জুন আবারো নির্বাচন স্থগিত করা হয়।

উল্লেখ্য দেবীগঞ্জ সদর ইউনিয়ন ও দেবীডুবা ইউনিয়নের কিছু অংশ নিয়ে ২০১৪ সালে গঠিত হয় দেবীগঞ্জ পৌর সভা।সীমানা জটিলতায় দীর্ঘ দিন নির্বাচন ঝুঁলে থাকায় পৌর প্রশাসক দিয়ে চলছিলো পৌর সভার কার্যক্রম।প্রথমবারের মতো এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।পৌর সভায় মোট ভোটার ১০হাজার ৯১৪জন।তার মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৩৩৬জন এবং নারী ভোটার ৫ হাজার ৫৭৮জন।

 নির্বাচনকে কেন্দ্র করে দিন-রাত প্রচার ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পাড়া-মহল্লায় ঝুলছে পোস্টার এবং শহরের প্রতিটি অলিতে-গলিতে চলেছে মাইকিং।নারী -পুরুষমিলে দলে দলে ছুটছে এবাড়ি ও বাড়ি নানান প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছে একই সঙ্গে পৌরবাসীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে এই প্রতিশ্রুতি ও দিচ্ছেন প্রার্থীরা।

ছুটে চলেছেন মেয়রসহ কাউন্সিলর প্রার্থীরা, আর দিয়ে যাচ্ছেন নানান প্রতিশ্রুতি।স্থানীয়রা জানান, পৌরসভার উন্নয়নে কাজ করবেএবং আমাদের সুঃখে দুঃখে পাশে পাব এমন প্রার্থীকে এবার বেছে নিতে হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে